আজব কান্ড : মৃত ব‍্যক্তিও ১০০ দিনের জবকার্ডধারী , অ্যাকাউন্টে ঢুকছে টাকা বলে অভিযোগ

29th July 2021 1:35 pm মালদা
আজব কান্ড : মৃত ব‍্যক্তিও ১০০ দিনের জবকার্ডধারী , অ্যাকাউন্টে ঢুকছে টাকা বলে অভিযোগ


দেবাশীষ পাল ( মালদা ) : মরা গাছে জল ঢালার মতো মৃত ব্যক্তির একাউন্টেও বিল ঢুকিয়েছে একশো দিনের কাজের সুপারভাইজার। কংগ্রেস পরিচালিত সংসদের পঞ্চায়েত সদস্য ও সুপারভাইজারের বিরুদ্ধে এমনই অভিযোগ । এই চাঞ্চল‍্যকর অভিযোগ তুলে সরব হয়েছেন গ্রামবাসীরা ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব।অভিযোগের তীর মালদার চাঁচল-১ নং ব্লকের কংগ্রেস পরিচালিত মহানন্দাপুর গ্রাম পঞ্চায়েতের ধঞ্জনা বুথের পঞ্চায়েত সদস্য ও সুপারভাইজারের বিরুদ্ধে । এনিয়ে বিডিও ও মহকুমা শাসকের কাছে  লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বুথের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সহ অন্যান্যরা।যদিও অভিযোগ মানতে নারাজ একশো দিনের কাজের সুপারভাইজার ও পঞ্চায়েত সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে চাঁচল-১ নং ব্লকের মহানন্দ পুর গ্রাম পঞ্চায়েতের ১০০ দিনের প্রকল্পের মাধ্যমে মরা মহানন্দার  হারিয়ান ব্রিজ থেকে ভগবানপুর পর্যন্ত  ক্যানেল সংস্কারের কাজ শুরু হয় ।  এমজিএনআরইজিএস  প্রকল্পের ১২ লক্ষ টাকা বরাদ্দে  ক্যানেল সংস্কারের কাজ করা হয়।কিন্ত সেই কাজে আর্থিক তছরুপ করা হয়েছে বলে অভিযোগ। ভুয়ো মাস্টাররোল দেখিয়ে মৃত ব্যক্তির একাউন্টে টাকা ঢুকিয়েছে সুপারভাইজার গণেশ রবিদাস বলে অভিযোগ।বিষয়টি জানতে চাঁচল -১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বুথের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি বুধা আলী।





Others News